নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

Admin প্রকাশিত হয়েছেঃ ১৫ জুন, ২০২০
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সহকারী শিক্ষক জামান আকন্দ বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেছেন।
জামান আকন্দ তেলিকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তেলিকুড়ি গ্রামের মৌলা মিয়ার ছেলে।বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সময় সরকারি শিক্ষক জামান আকন্দ বাড়ির পাশে ফিসারির খোঁজ নিতে গেলে পল্লী বিদ্যুতের ছেরা তারে বিদ্যুৎপৃষ্ট হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার সকাল নয়টার দিকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।