নড়াইলে আরও ২ জনের করোনা শনাক্ত

Admin প্রকাশিত হয়েছেঃ ১৫ জুন, ২০২০
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের বাড়ি জেলার লোহাগড়া উপজেলায়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।
আজ রোববার জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় নতুন করে আরও দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, নড়াইলে এ পর্যন্ত ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে গেছেন। আর দু’জন মারা গেছেন।