পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

Admin প্রকাশিত হয়েছেঃ ১৫ জুন, ২০২০
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে সিদ্ধি নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে শিশির কুমার মিত্রর দেড় বছরের শিশু সিদ্ধি বাড়ির সামনে বসে খেলার সময় পরিবারের অগোচরে ঘরের পাশে ডোবার পানিতে ডুবে যায়।শিশুটিকে পরিবারের সদস্যরা না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে ঘরের পাশের ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ হোসেন বলেন, পানিতে ডোবা শিশু সিদ্ধিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।